চার ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হারল বাংলাদেশের হা⭕ই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল মুমিনুল হকের ‘এ’ দল। মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ইনিংসে শেষ ম্যাচও নিজেদের করে নিল তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্🐓যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ১৯২ রান করতে পারে এইচপি দল। এ রান করতে তারা খেলে ৪৮.১ ওভার।
দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। শাহাদাত হোসেন দীপু 🌊ও অধিনায়ক তৌহিদ হৃদয় করেন যথাক্রমে ৩৪ ও ২৪ রান। এছাড়া সুমন খানের ব্যাট থেকে ܫআসে ২৭ রান। ‘এ’ দলের হয়ে তিনটি করে উইকেট নেন দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলাম। এছাড়া রাকিবুল হাসানের শিকার দুইটি উইকেট।
জবাবে অল্প রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুমিনুলদের। দুই ওপেনার সাদমান ইসলাম ও নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে আসে যথাক্রমে ৫ ও ২২ রান। তিনে নেমে ইরফান শুক্⛄কুর যোগ করেন ২১ রান।
রানেই গুটিয়ে গেছে এইচপি দল। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকতের꧒ ঝড়ো ফিফটিতে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে মুমিনুল হকের দল।
অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। এরপরে ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেনের জুটিতে জয়ের লক্ষ্যে যেতে থাকে 'এ' দল। ৪৯ রান করে ইমরুল ফিরলেও একপাশ আগলে রাখেন মোসাদ্দেক।
এরপর ইয়াসির আল♎ি রাব্বি ও মোসাদ্দেক মিলে বাকি কাজটা সারেন। ৫টি চার ও ৪টি ছয়ের মাধ্যমে ৪৮ বলে ৬৪* রানে অপরাজিত থাকেন তিনি। ইয়াসির অপরাজিত থাকেন ১৯* রানে।